ঢাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারীসহ ৯ জন দগ্ধ

আগুন

বাংলাদেশের রাজধানী ঢাকার ধুপখোলা বাজার এলাকায়, গ্যাস সরবরাহ লাইন বিস্ফোরণে দুই নারী ও এক শিশুসহ অন্তত নয় জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন; মো. সোহেল (৪২), মেহেদী হাসান (২২), আলী হোসেন (৫২), রাশেদ মিয়া (৩২), সাহারা বেগম (৬৫), আব্দুর রহিম (৫০), মিম আক্তার (২২), আলিফ (২২), মিজানুর রহমান (৩২)। এর মধ্যে আবদুর রহিমের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ঐ এলাকায় পানি সরবরাহের জন্য পাইপ বসানোর কাজ করছিলেন ওয়াসার এক ঠিকাদার। ঠিকাদার কর্তৃক মাটি খননের সময় গ্যাসের পাইপ-লাইন গুলো ক্ষতিগ্রস্ত হলে বিস্ফোরণ ঘটে।খবর পেয়ে তিতাস গ্যাসের একটি জরুরি টীম ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করেছে।”

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন জানান, সকাল ৯টার দিকে শ্রমিকরা পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়ার সময় বিস্ফোরণে কয়েকজন দগ্ধ হয়েছেন।