নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে রি-রোলিং মিলের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (১০ মে) সকালে ২৮ শতাংশ দগ্ধ মো. ইব্রাহিম (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ওই বিস্ফোরণের ঘটনায় আহত ৭ জনই মারা গেলেন।

উল্লেখ্য, গত ৪ মে (বৃহস্পতিবার) বিকেলে মিলের ভেতরে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হন। তাদের সকলকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ১ জন এবং ৫ মে (শুক্রবার) আরও ৩ জন মারা যান। তারা হলেন-কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শংকর (৪০), ইলিয়াস আলী (৩৫) ও আলমগীর (৩০) এবং রাজবাড়ী জেলার নিয়ন (২০)।

এদিকে, শনিবার (৬ মে) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। তারা হলেন, লালমনিরহাট জেলার গোলাম রাব্বানী (৩৫) ও জুয়েল হোসেন (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।