মিশরে বালি দিয়ে তৈরি ভাস্কর্য প্রতিযোগিতা

Your browser doesn’t support HTML5

মঙ্গলবার ৯ মে, মিশরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায়, শিল্পী এবং শিক্ষার্থীরা "বালি ভাস্কর্য উৎসব" প্রতিযোগিতায় অংশ নেয়।

১৩ জন শিল্পী এবং চারুকলা শিক্ষার্থী পর্যটনের প্রচারের জন্য এবং গ্রীষ্মের শুরু পালন করতে আল সারায়া পাবলিক সৈকতে বড় বালির ভাস্কর্য তৈরি করে।

শুধুমাত্র বালি এবং পানি ব্যবহার করে শিল্পীরা ভাস্কর্য তৈরি করেন। বৈরি আবহাওয়ার কারণে তাদের শিল্পকর্মগুলি সম্পূর্ণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। (রয়টার্স)