অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে

Your browser doesn’t support HTML5

শুক্রবার, ১২ মে, আশ্রয় নিষেধাজ্ঞাগুলি উঠে যাবার পরপরই অভিবাসন প্রত্যাশীরা রিও গ্রান্ডে নদি পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য চেষ্টা শুরু করে৷

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নদীর এপারে তাদের জন্য অপেক্ষা করছিল।তারা চিৎকার করে অভিবাসন প্রত্যাশীদের ফিরে যেতে বলে।

শুক্রবার টাইটেল ৪২ আইনের মেয়াদ শেষ হয়েছে। কোভিড-১৯ এর বিস্তার রোধ করার ভিত্তিতে সীমান্ত কর্মকর্তারা আশ্রয়প্রার্থীদের ফেরত যেতে বলে।

সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের ঢেউ ঠেকাতে কঠোর নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ পারাপারের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি অনলাইনে অভিবাসী প্রত্যাশীদের আবেদনের জন্য সময়সাপেক্ষ আইনি পথ তৈরি করা হয়েছে। (এপি)