এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি হোয়াইট হাউজে সোমবার সরকারের ঋণের সীমা বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন। বাইডেন এবং ম্যাকার্থি রবিবার টেলিফোনে কথা বলেছেন যাকে উভয়ই ইতিবাচক বলে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্র এবং পাপুয়া নিউ গিনি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় ঐ দেশটির জলসীমা এবং বন্দরগুলিতে যুক্তরাষ্ট্র বাহিনীর প্রবেশাধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐ অঞ্চলের প্রতি আমেরিকার আগ্রহ এবং চীনের প্রভাব সম্পর্কে উদ্বেগের সময় এই চুক্তিটি সম্পাদিত হলো।
ইউরোপের একটি গোপনীয়তা রক্ষাকারী নিয়ন্ত্রক সংস্থা (প্রাইভেসি রেগুলেটর) ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের কারণে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার জরিমানা করেছে। মেটা এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।