রাশিয়ার একটি আদালত মঙ্গলবার এক রুদ্ধদ্বার শুনানিতে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গেরশকোভিচের গ্রেপ্তারের মেয়াদ তিন মাস বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সরকার গেরশকোভিচকে "অন্যায়ভাবে আটক" বলে ঘোষণা করেছে এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছে।
হোয়াইট হাউজ মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ বরখেলাপি ঠেকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ১৪তম সংশোধনী প্রয়োগের পরিকল্পনা করছেন না, যার ফলে বর্তমান ঋণ সংকট নিয়ে সৃষ্ট অচলাবস্থার সাংবিধানিক সমাধান হচ্ছে না ।
যুক্তরাষ্ট্রে চীনের নতুন রাষ্ট্রদূত শি ফেং দায়িত্ব গ্রহণের জন্য মঙ্গলবার রাতে নিউইয়র্কে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, কম্পিউটার চিপের অ্যাক্সেস এবং স্বশাসিত তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে বিরোধের মাঝেই তিনি নিউইয়র্কে পৌঁছান।