এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা এবং রিপাবলিকান আইনপ্রণেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছেন যা ঋণ সীমা দুই বছরের জন্য বাড়িয়ে দেবে এবং সামরিক বাহিনী ও যুদ্ধফেরত সেনাদের ব্যতীত অন্য সবার জন্য ফেডারেল ব্যয় সীমিত করবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে সরাসরি হামলার না করার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে। ইউক্রেনপন্থী মিলিশিয়ারা আমেরিকার সাঁজোয়া যান ব্যবহার করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে জয়েন্ট চিফস অব স্টাফের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। নিশ্চিত হলে ব্রাউন সেনাবাহিনীর জেনারেল মার্ক মিলির স্থলাভিষিক্ত হবেন। জেনারেল মিলির মেয়াদ অক্টোবরে শেষ হবে।