ড. ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

ড. মুহাম্মদ ইউনূস। (ছবি- ইউএনবি)

নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কোম্পানির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন (ডব্লিউপিপিএফ) থেকে প্রায় ২৫ কোটি টাকা অপব্যবহারে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (৩০ মে) এ মামলা দায়ের করা হয়।

দুদকের মহাপরিচালক রেজানুর রহমান জানিয়েছেন, কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান, বাদী হয়ে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ এই মামলা দায়ের করেছেন।