এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

কট্টর ডানপন্থি কয়েক জন রিপাবলিকান আইনপ্রণেতা সোমবার জানিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ঋণ সীমা চুক্তির বিরোধিতা করবেন। প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি সোমবার আশাবাদী ছিলেন যে কংগ্রেস তাদের সম্ভাব্য চুক্তিটি পাস করবে।

বিলিয়নিয়ার ইলন মাস্ক চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য মঙ্গলবার চীনে পৌঁছেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, মাস্কের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেন, চীন টেসলাসহ সব দেশের উদ্যোক্তাদের জন্য আরও ভালো বাজারমুখী ব্যবসায়িক পরিবেশ তৈরি করবে।

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ডেভেনপোর্টে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার পর আটজনকে উদ্ধার করা হয়েছে। শহরের মেয়র ও দমকল বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেন, তারা বিশ্বাস করেন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।