এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা বুধবার সরকারের ঋণ সীমা বৃদ্ধি অনুমোদন করতে নতুন আইনে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। সরকারের বিল পরিশোধের জন্য অর্থ শেষ হতে এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সুইডেন সফরকালে মঙ্গলবার তুরস্ককে অবিলম্বে নেটোতে সুইডেনের অন্তর্ভুক্তি চূড়ান্ত করার আহ্বান জানান। তুরস্কের অভিযোগ আঙ্কারা যেসব গোষ্ঠীকে সন্ত্রাসী বলে মনে করে সুইডেন তাদের প্রতি খুবই নমনিয়।

প্রতিরক্ষা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলারের নতুন সামরিক সহায়তা প্রদান করবে যার মধ্যে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩৭ হাজার কোটিরও বেশি নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।