এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র সেনেটে বৃহস্পতিবার রাতে (সরকারের ঋণ সীমা বিষয়ক)পদক্ষেপের পক্ষে ভোট পড়েছে ৬৩-৩৬ যা সরকারকে ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণের সীমা তুলে নিতে এবং যুক্তরাষ্ট্রকে তার বিল পরিশোধ চালিয়ে যাওয়ার অনুমতি দেবে। উভয় দলের অনুমোদিত আইনটি স্বাক্ষরের জন্য এখন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।

তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একটি নতুন বাণিজ্য আলোচনার কাঠামোর অধীনে প্রথম চুক্তি স্বাক্ষর করেছে। স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপটিকে চীন নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং শুক্রবার জানায় যে তারা এই বাণিজ্য চুক্তির তীব্র নিন্দা করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার কলোরাডোতে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স একাডেমির গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, তারা এখন এমন একটি বিশ্বে নেতৃত্ব দেওয়ার "মহান সুযোগ" পেয়েছেন যা আগামী বছরগুলিতে আরও বিভ্রান্তিকর হয়ে উঠবে। শেষ ডিপ্লোমা সার্টিফিকেটটি প্রদানের পর বাইডেন হোঁচট খেয়ে পড়ে যান তবে দ্রুত সামলে নিয়ে তার আসনে ফিরে আসেন।