শাস্ত্রীয় আচার পালন করতে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির কাছে জড়ো হন কয়েক হাজার লোক

Your browser doesn’t support HTML5

সোমবার, ৫ জুন, কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী শাস্ত্রীয় আচারপালনে পশু, খাদ্য এবং অন্যান্য নৈবেদ্য দিতে ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে ওঠেন।

ব্রোমো পর্বতের অববাহিকা ঘিরে শতাব্দী প্রাচীন এই ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।

পূর্ব জাভাতে টেংগার উপজাতির সদস্যরা আদিবাসী গোষ্ঠী টেঙ্গেরিজের ভাগ্য ভালো করা এবং তাদের দেবতাদের খুশি করার আশায় প্রতি বছর আগ্নেয়গিরির ওপরে জড়ো হয়ে থাকেন। (এএফপি)