"আমরা নতুনভাবে শাহরুখ খানকে দেখছি - স্টিল, হি ইজ দ্যা বেস্ট"

Your browser doesn’t support HTML5

পাঠান বলিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রায় ১৩০ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি।

দীর্ঘ প্রতীক্ষার পর বৈশ্বিক মুক্তির সাড়ে তিন মাস পর গত ১২ মে বাংলাদেশের হলে রিলিজ পেয়েছে পাঠান। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এই প্রথম কোনও হিন্দি সিনেমা গণ প্রদর্শনের ছাড়পত্র পেল। পরিবেশক সূত্রে জানা গেছে, প্রথম দু' সপ্তাহে দেশের ৪৩ টি প্রেক্ষাগৃহ থেকে প্রায় দেড় কোটি টাকা উপার্জন করেছে সিনেমাটি।

মুক্তির দিন থেকে শুরু করে আজ প্রায় এক মাস পরও সিনেপ্লেক্সসহ সব হলগুলোতে উপচে পড়ছে শাহরুখ প্রেমীরা।

পাঠান দেখে কী বলছেন বাংলাদেশের দর্শক? হিন্দি ছবি কি পারবে বাংলাদেশের মৃতপ্রায় হলগুলোকে বাঁচিয়ে তুলতে? - এমন নানান বিষয়ে আমরা কথা বলেছি ঢাকা শহরের বড় পর্দার দর্শকদের সাথে।

ভয়েস অফ আমেরিকার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন সাকিব প্রত্যয়।