ড্রোন ফুটেজ মিসিসিপি’র টর্নেডো পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র

Your browser doesn’t support HTML5

১৮ জুন রবিবার, মধ্য মিসিসিপিতে রাতভর বয়ে যাওয়া টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে দুই ডজন মানুষ।

মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি প্রকাশিত ড্রোন ফুটেজে টর্নেডোর পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র দেখানো হয়েছে।

অতি বিপজ্জনক তাপপ্রবাহ সম্প্রতি টেক্সাস এবং ফ্লোরিডায় মারাত্মক টর্নেডো-তে রূপান্তরিত হয় এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আবহাওয়া আরও চরম রূপ ধারণ করতে পারে বলে হুমকি দেখা দিয়েছে। (REUTERS)