প্রিন্স অফ কলকাতা: সৌরভ গাঙ্গুলি

Your browser doesn’t support HTML5

'মহারাজ', 'প্রিন্স অফ কলকাতা', 'দাদা' - যে বিশেষণই দেওয়া হোক, বাঙালীর কাছে সৌরভ গাঙ্গুলি আসলে এক আবেগের নাম।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গাঙ্গুলির হাত ধরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ইন্ডিয়ান ক্রিকেট টিমের "ফাইটিং স্পিরিট" তার হাত ধরেই আমদানি হয়েছিল। লর্ডস-এর ব্যালকনিতে তার দাদাগিরি ক্রিকেট বিশ্ব ভুলবে না। বিশ্ব ক্রিকেটের 'বাঁহাতি ভগবান' বলে মানা হত তাকে একসময়।
৮ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন। দেখতে দেখতে সৌরভ পদার্পন করলেন ৫১ বছর বয়সে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই এর সঙ্গে কাজ, আই পি এল দলের কোচিং থেকে শুরু করে বিখ্যাত নন ফিকশন শো দাদাগিরির সঞ্চালনা- সবেতেই স্বচ্ছন্দ "দাদা" সৌরভ।
বর্তমানে তাকে নিয়ে আমাদের তরুণরা কী ভাবছে, তারা কিভাবে ও কোন নতুন অবতারে সৌরভকে দেখতে চান- এ সবই জানতে চেয়ে কলকাতা ঘুরে ভয়েস অফ আমেরিকার জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন কুনাল চৌধুরী।