স্কটিশ সৈকতে আটকে পড়ে কয়েক ডজন তিমি

Your browser doesn’t support HTML5

পশ্চিম স্কটল্যান্ড আইল অফ লুইসের সমুদ্র সৈকতে আটকে পড়ে রবিবার, ১৬ জুলাই, প্রায় ৫৫টি পাইলট তিমি মারা গেছে৷

স্টর্নআওয়ে শহরের উত্তরে সমুদ্র সৈকতে সামুদ্রিক উদ্ধারকারীদের ডাকা হয়েছে।

তখনও জীবিত আটটি প্রাপ্তবয়স্ক এবং চারটি ছানাকে রবিবার বিকেলে যন্ত্রণাহীনভাবে মেরে ফেলা হয়। (এএফপি)