ঝালকাঠিতে পুকুরে বাস

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের ঝালকাঠি জেলার সদর উপজেলায়, একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেলে, সাত শিশু ও পাঁচ নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।শনিবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন; সুমাইয়া (৫), সামাদ মোল্লা (৬০), তারিক (৫৫), শাহিন মোল্লা (৩৩) ও আবদুল্লাহ (৭)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সদর থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, “পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে বরিশালগামী এই বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলো। সকাল ৯টা ৫৫ মিনিটে ছত্রকান্দা এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হন।”

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, বাসটি পুকুরে পড়ে যায়।” আহতদের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন।