টেক্সাসে নদী পেরিয়ে অভিবাসীরা

Your browser doesn’t support HTML5

বৃহস্পতিবার, ২৭ জুলাই, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা থেকে বিরত রাখার জন্য স্থাপন করা ভাসমান বাধা অতিক্রম করে অভিাসন প্রত্যাশীরা। টেক্সাস সীমান্তের কাছে ঘটে এই ঘটনা ৷

অভিবাসন প্রত্যাশীরা শেষ পর্যন্ত ক্রসিং অনুসরণ করে সীমান্ত অতিক্রম করার জন্য কনসার্টিনা তারের মাধ্যমে উপরে চড়েন।

মে মাসে বাইডেন একটি বিধিনিষেধমূলক নতুন আশ্রয় নীতি আরোপ করার পর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমে গেছে। (রয়টার্স)