নয়াপল্টনে বিএনপি'র প্রতিবাদ সমাবেশ

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায়ের পর বিএনপি কর্মীরা ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। দুপুর থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। বৃষ্টির জন্য বিএনপি কার্যালয়ের সামনের সড়কে হাঁটু সমান পানি জমে সত্ত্বেও হাজারো নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন ।

নির্বাচন নিয়ে বিদেশিদের কথায় মাথা না ঘামানোর জন্যে নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “দেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত কী বলে, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।” রাজধানী ঢাকার নয়াপল্টনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ( ৪ আগস্ট) প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।