প্রচণ্ড ঝড় ও বন্যায় প্লাবিত সুইডেনের রিসোর্ট শহর

Your browser doesn’t support HTML5

৮ আগস্ট মঙ্গলবার, সুইডেনে বন্যার পানির তোড়ে একটি রিসোর্ট শহরের মধ্য দিয়ে বয়ে চলা একটি নদীর তীর ভেঙ্গে পড়ে। এতে প্লাবিত হয়ে যায় ওই শহরের বেশিরভাগ অংশ।

ওরে শহরটি একটি বিখ্যাত সুইডিশ স্কি রিসর্ট, যেখানে পাহাড় থেকে নেমে আসা দ্রুত প্রবাহিত জলে রাস্তা, ভবন এবং দোকান-পাট প্লাবিত হয়ে যায়।

অন্যদিকে, নরওয়ের কর্তৃপক্ষও মঙ্গলবার আরও ভারী বৃষ্টিপাতের আশংকা করেছে। (এপি)