বাংলাদেশে আইসিসি বিশ্বকাপ ট্রফি

Your browser doesn’t support HTML5

আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি, আনুষ্ঠানিক 'ট্রফি সফর'-এর অংশ হিসেবে সোমবার বাংলাদেশে তিন দিনের সফরে আসে। ট্যুরের প্রথম দিন পদ্মা বহুমুখী সেতুর সার্ভিস এরিয়াতে একটি অফিসিয়াল ফটোশুট হয়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সদস্য ও মিডিয়ার জন্য ট্রফিটি প্রদর্শন করা হয়। সফরের তৃতীয় ও শেষ দিনে বুধবার সকাল ১১টা থেকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি সর্বসাধারণের প্রদর্শনের জন্য ছিল। আর এই ক্রিকেট বিশ্বকাপ 2023 ট্রফির সাথে ছবি তোলার সকাল থেকেই বসুন্ধরা সিটি শপিং মলে ক্রিকেট ভক্তরা জড়ো হয়।