মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে মৃত্যু বরণ করেন। কর্তৃপক্ষ পুলিশ পাহারাতে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে পাঠানোর ব্যবস্থা করে। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ও জানাজা নামাজে শরিক হতে তার হাজার হাজার অনুসারী ও সমর্থক পিরোজপুর জেলায় তার গ্রামের বাড়িতে জড়ো হয়।