টেক্সাসে দ্বিতীয় দিনের মতো জ্বলছে মালচের আগুন

Your browser doesn’t support HTML5

১৪ আগস্ট মঙ্গলবার, টেক্সাসের হিউস্টনে, বাগান এবং ল্যান্ডস্কেপিংয়ের উদ্দেশ্যে রাখা একটি বড় মালচের স্তূপে লাগা আগুন টানা দ্বিতীয় দিনের মতো জ্বলছে।

রবিবার মালচের ওই স্তূপটিতে আগুন ধরে যায় এবং একশ’রও বেশি দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করে।

লিভিং আর্থ ল্যান্ডস্কেপিং চত্বরে লাগা ওই আগুন নিয়ন্ত্রণেই ছিল এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। (এপি)