পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ব্যাপক সহিংসতা

Your browser doesn’t support HTML5

১৬ই আগস্ট বুধবার, মুসলমান অধ্যুষিত পাকিস্তানের পূর্বাঞ্চলে একটি খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা করে উত্তেজিত মুসলমানরা। এসময় তারা, বেশ কয়েকটি গীর্জা ভাংচুর করে এবং খ্রিস্টানদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

খ্রিস্টান সম্প্রদায়ের দুই সদস্যের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ আনা হয়েছে।

ওই দুই খ্রিস্টান ধর্মাবলম্বীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। লাল রঙে লেখা কিছু অবমাননাকর মন্তব্যসহ কোরানের বেশ কয়েকটি পৃষ্ঠা উদ্ধার করেছে বলে তারা দাবি করেছে।

পাকিস্তানে ধর্ম অবমাননা একটি মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ, যদিও এর জন্য কাউকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। (রয়টার্স)