ঢাকায় ছাত্রলীগের মহাসমাবেশ

Your browser doesn’t support HTML5

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১ সেপ্টেম্বর) মহাসমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ এই সমাবেশের আয়াজন করেন। বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে, বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ছাত্রলীগকে প্রহরীর মতো জেগে থাকার জন্য আহবান জানান তিনি।