হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু

Your browser doesn’t support HTML5

১২ই সেপ্টেম্বর মঙ্গলবার, হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বের হতে শুরু করে। এই লাভার স্ফুরণ রাতের আকাশকে আলোকিত করে তোলে।

কিলাউয়া পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি, এবং দুই মাসের বিরতির পর রবিবার আবার নতুন করে এতে অগ্নুৎপাত শুরু হয়।

অগ্ন্যুৎপাতের ফলে অবকাঠামোগত কোন ক্ষয়-ক্ষতি হয়নি এবং উল্লেখযোগ্য ছাই নির্গমনেরও কোন হুমকি ছিল না। (এপি)