তুরস্কের গুহায় আটকে থাকা আমেরিকান গুহা ডুবুরিকে সফলভাবে উদ্ধার করা হয়েছে

Your browser doesn’t support HTML5

দক্ষিণ তুরস্কে এক হাজার মিটারেরও বেশি গভীর ভূগর্ভে আটকা পড়ে অসুস্থ হয়ে যাওয়া এক আমেরিকান গুহা ডুবুরিকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে চলা আন্তর্জাতিক উদ্ধার অভিযানের পর, শেষ পর্যন্ত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার, তাঁকে সফলভাবে উদ্ধার করা হয়।

মার্ক ডিকি নামে ওই গুহা ডুবুরি তুরস্কের মরকা গুহায় একটি আন্তর্জাতিক অনুসন্ধান মিশনে ছিলেন। গুহার ১,০৪০ মিটার গভীরতায় পৌঁছালে তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণে ভুগছিলেন বলে জানা গেছে।

তুরস্ক, ক্রোয়েশিয়া, ইতালি এবং অন্যান্য দেশের ১৫০ জনেরও বেশি উদ্ধারকারী তাকে দেশটির তৃতীয় গভীরতম গুহা থেকে উদ্ধার করতে টানা নয় দিন ধরে কাজ করছিল। (রয়টার্স)