এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদের কারণে মঙ্গলবার দুটি ব্যয়ের (ব্যয় বরাদ্দের)পদক্ষেপ স্থগিত হয়ে যায়, ফলে সরকার শাটডাউনের সম্মুখীন হয়েছে। ফেডারেলএজেন্সিগুলোর জন্য বর্তমান তহবিলের মেয়াদ ৩০ শে সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার মধ্য এশিয়ার পাঁচটি দেশ কাজাখস্তান, কিরগিজস্তান,তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উপস্থিতির প্রতিবাদে মঙ্গলবার জাতিসংঘেরবাইরে ইরানি আমেরিকানরা জড়ো হন। মঙ্গলবারের ভাষণে রাইসি বলেন, তার দেশ কখনোই “পারমাণবিক প্রযুক্তি থেকে শান্তিপূর্ণভাবে লাভবান” হওয়ার অধিকার ত্যাগ করবে না এবং তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রত্যাহারের আহ্বান জানান।