এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র সরকারকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দিয়ে শাটডাউন এড়ানো গেছে তবে রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। ফ্লোরিডার কট্টরপন্থী কংগ্রেসম্যান ম্যাট গেটজ বলেন, হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি শাটডাউন এড়ানোর পক্ষে বিরোধী ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের প্রায় সর্বসম্মত জোটকে স্বাগত জানানোর পর তিনি এই সপ্তাহে ম্যাকার্থিকে অপসারণের চেষ্টা করবেন।

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিভিল ফ্রড ট্র্যায়ালের আগে রবিবার নিউইয়র্ক সিটিতে পৌঁছেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রতিযোগিতায় অগ্রগামী প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে ভালো ঋণ ও বীমার শর্ত সুরক্ষিত করার জন্য তার সম্পদের মূল্যকে কয়েক বিলিয়ন ডলার বাড়িয়ে দেখানোর অভিযোগ রয়েছে।

রবিবার ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের ৯৯তম জন্মদিন। ১৯৭৭ সালের জানুয়ারী থেকে ১৯৮১ সালের জানুয়ারী পর্যন্ত ডেমোক্র্যাট কার্টার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে তিনি হসপিস কেয়ারে থাকার সিদ্ধান্ত নেন।