আলাপচারিতায় বুকারজয়ী সাহিত্যিক শেহান করুনাতিলকা

Your browser doesn’t support HTML5

১৯৭৫ সালে জন্ম নেয়া শেহান বেড়ে উঠেছেন শ্রীলঙ্কার কলম্বোতে, পড়াশুনা করেছেন নিউজিল্যান্ডে। তাঁর প্রথম প্রকাশিত বই 'চায়নাম্যান; দ্যা লিজেন্ড অফ প্রদীপ ম্যাথিউ' (২০১০) দিয়েই তিনি বৈশ্বিক পরিসরে নজর কাড়েন। এই অসামান্য উপন্যাসে তিনি শ্রীলঙ্কান এক মাতাল সাংবাদিকের জবানিতে শ্রীলঙ্কান ক্রিকেটের এক কিংবদন্তী লেপস্পিনারের সংগ্রাম, হারিয়ে যাওয়া ও শ্রীলঙ্কান রাজনীতির হাড়ির খবর তুলে এনেছেন, সার্কাসটিক ঢঙে। ২০১২ সালেই এই বইয়ের জন্য তিনি কমনওয়েলথ সাহিত্য পুরস্কার জেতেন। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক সাহিত্য সার্কিটে আলোচিত শিহান ২০২২ সালে তাঁর দ্বিতীয় উপন্যাস 'দ্যা সেভেন মুনস অফ মালি আলমেইদা' লিখেই জিতে নিয়েছেন বুকার পুরস্কার। শ্রীলঙ্কার ১৯৯০ সালের গৃহযুদ্ধ-পরবর্তী প্রেক্ষাপটে লেখা এ উপন্যাসে এক মৃত আলোকচিত্রীর পরকালের মিশনের গল্প বলেছেন তিনি। স্পষ্টভাষী এই শ্রীলঙ্কান এখন লিখছেন শিশুদের জন্য।

ঢাকা লিট ফেস্ট ২০২৩-এ আমন্ত্রিত হয়ে এসেছিলেন শেহান করুনাতিলকা। উৎসবে তাঁর সেশনের ফাঁকে তিনি কথা বলেছেন ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন মাইশা ইসলাম এবং প্রতিবেদনটি তৈরি করেছেন মারজানা সাফাত।