ভারতে প্রবল বন্যায় কাদায় সমাধি গাড়ির

Your browser doesn’t support HTML5

শুক্রবার, ৬ অক্টোবর, জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী কাদা ও ধ্বংসস্তুপ খনন করলেন। ভারতের উত্তর হিমালয়ে হিমবাহ গলা জলে পুষ্ট একটি হ্রদ প্লাবিত হয়ে বাঁধ ভেঙে এগিয়ে আসার পর এই ঘটনা ঘটে।

বুধবার সকালের দিকে এই বন্যা শুরু হয়। এই সময় পার্বত্য হ্রদটি প্লাবিত হয়।

এই বন্যা অন্তত ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। অস্বাভাবিক ভারী বৃষ্টির ফলে এই বছরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ঘটা এটাই সর্বসাম্প্রতিক বিধ্বংসী বন্যা। (এপি)