যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, (বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্হ্যের ক্রম অবনতির খবরের ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে।
বৃহস্পতিবার স্টেটডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং-এ এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মিলার বলেন, "তার ব্যাপারে (বেগম খালেদা জিয়া) যেন একটি স্বচ্ছ ও ন্যায্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় তা নিশ্চিত করার ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছি। (বাংলাদেশের) অভ্যন্তরীন আইনি প্রক্রিয়ার ব্যাপারে আমার আর কিছু বলার নেই।"
খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রম অবনতির খবরের ওপর আমরা নজর রাখছি: ম্যাথিউ মিলার
Your browser doesn’t support HTML5