ইরান সমর্থিত জঙ্গিদের আক্রমণ থামেনি। মঙ্গলবার পূর্ব সিরিয়ায় মিশন সাপোর্ট সাইট ইউফ্রেটিস থেকে আধা কিলোমিটারের মধ্যে একটি রকেট হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানকে আক্রমণ থেকে বিরত রাখতে সক্ষম হচ্ছে, এবং রবিবার আমেরিকার সামরিক বাহিনী সিরিয়ায় ইরান এবং ইরান- সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর দুটি স্থাপনায় আঘাত করেছে।
প্রতিরক্ষা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ইরান-সমর্থিত জঙ্গিরা এক মাসের কম সময়ে ইরাক এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর অন্তত ৫৬ বার হামলা করেছে। রবিবারের হামলার পর অন্তত পাঁচটি হামলা হয়েছে।
কর্মকর্তারা বলেন, ৫০ জনের বেশি আমেরিকান হামলার ফলে ছোট-খাটো আঘাত থেকে শুরু করে মস্তিষ্কে আঘাত পেয়েছে। পরে তারা দায়িত্বে ফিরে এসেছে।
ইরানের প্রতি হুঁশিয়ারি
সিনেটরদের একটি দ্বিদলীয় দল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ভাগ্যবান যে হামলায় কোনো আমেরিকান মারা যায়নি। তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রাক্তন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আমেরিকা এই অঞ্চলে তাদের বাহিনী হ্রাস করার মাধ্যমে যে বার্তা পাঠিয়েছে তা ইরানকে সাহসী করেছে।
দুজন প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছেন, গত মাসে ইরবিল বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত একটি ব্যারাকে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছিল। এতে বিস্ফোরণ হয়নি, তবে একজন কর্মকর্তা বলেছেন, ড্রোনটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন সেনা আহত বা নিহত হতে পারতো।
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা বেগম ডনমেজ এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।