এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ বৈঠকে বৃহস্পতিবার প্রতিনিধি দলের প্রধানদের জন্য এক নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাগত বক্তব্যে “প্রশান্ত মহাসাগরীয় শক্তির” প্রশংসা করেন। বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৬২ শতাংশ আসে এপ্যাক-ভুক্ত দেশগুলো থেকে এবং তা বৈশ্বিক বাণিজ্যের প্রায় অর্ধেক।
প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও ১৩টি দেশ একটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে। বাইডেন বলেন, এ ক্ষেত্রে “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে তবে আরও “কাজ করা” বাকি রয়েছে।
শিকাগোর দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার শিকাগো শহরের উওরাঞ্চলের রজার্স পার্ক এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় ৩৮ জন আহত হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনাটির কারণ তদন্ত করছে।