এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

আশা করা হচ্ছে, ব্ল্যাক ফ্রাইডে দিনের বিশাল অংকের ছাড় ক্রেতাদের দোকানে যেতে আকৃষ্ট করবে। এর মধ্য দিয়েই ঐতিহ্যগত ভাবে আমেরিকায় ছুটির উপহারের কেনাকাটা শুরু হয়। ন্যাশনাল রিটেইল ফেডারেশন আশা করছে যে ক্রেতারা গত বছরের তুলনায় এই বছর বেশি ব্যয় করবে তবে নানা অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তা ধীরে ধীরে বাড়বে।
কর্তৃপক্ষ ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মান্ডে'র আগে দোকানীদের চুরির বিষয়ে সতর্ক করেছে। সংগঠিত রিটেইল ক্রাইমের কারণে আমেরিকান খুচরা বিক্রেতারা ২০২২ সালে ১১২ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি'রে শিকার হয়েছে যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা এখনও কানাডার অন্টারিও প্রদেশের সঙ্গে নিউইয়র্ক রাজ্যের সংযোগকারী সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করছে। বুধবার নিরাপত্তা শঙ্কা দেখা দেয়ায় যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।