এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ব্রাসেলসে বলেছেন, তার আসন্ন ইসরাইল সফরে তিনি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায় কিনা তার চেষ্টা করবেন। পাঁচ দিনের যুদ্ধবিরতিতে হামাস ৮৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরাইল প্রায় ১৮০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার জন্য সহায়তা সামগ্রী নিয়ে মঙ্গলবার একটি আমেরিকান সামরিক মালবাহী বিমান মিশরে অবতরণ করেছে। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র গাজার বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা সামগ্রীসহ যে তিনটি সামরিক বিমান মিশরের উত্তরাঞ্চলে পাঠানোর পরিকল্পনা করেছে এটা তার মধ্যে প্রথম।

প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার কলোরাডো রাজ্য সফর করছেন। বাইডেন পাবলোতে অবস্থিত বিশ্বের বৃহত্তম উইন্ড টাওয়ার নির্মাতা সিএস উইন্ড পরিদর্শন করবেন এবং তার প্রশাসনের অর্থনৈতিক ও পরিবেশগত নীতি সম্পর্কে কথা বলবেন।