এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন, যে ইসরাইলি চরমপন্থী বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর পর পশ্চিম তীরে সহিংসতা তীব্র হয়েছে।
বাইডেন প্রশাসন দেশের ফেরি ব্যবস্থা আধুনিকীকরণের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আওতাধীন আমেরিকান সামোয়া এবং ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আলাস্কা, মেইন, মিশিগান, নিউ জার্সি, নিউইয়র্ক এবং নর্থ ক্যারোলিনা রাজ্যের ফেরি পরিষেবার (উন্নতির জন্য) অপারেটরদের ২২০ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন বৃহস্পতিবার ওয়াশিংটনে জাতীয় ক্রিসমাস ট্রি প্রজ্জ্বলনের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এই বছরের গাছটি ১২ মিটার উচ্চতার নরওয়ে স্প্রুস প্রজাতির এবং এসেছে ওয়েস্ট ভার্জিনিয়া থেকে।