যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপানের উদ্ধারকর্মীরা সোমবার ওসপ্রে সামরিক বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে আট সদস্যের মধ্যে আরও পাঁচজন ক্রু’র মরদেহ উদ্ধার করেছে। বিমানটি গত সপ্তাহে জাপানের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়। এর আগে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে পাঁচ ঘণ্টাব্যাপী সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস কার্নি নিজেদের রক্ষার্থে তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
সপ্তাহান্তে, বক্স অফিস জয় করলেন বিয়নসে। এএমসি থিয়েটারের রোববারের হিসাবে বিয়নসের কনসার্টের ওপরভিত্তি করে নির্মিত ছবি “রেনেসাঁঃ এ ফিল্ম বাই বিয়নসে” উত্তর আমেরিকায় টিকিট বিক্রিতে ২১ মিলিয়ন ডলার আয় করে সবচেয়ে এগিয়ে ছিল।