নিরেট-জ্বালানিযুক্ত মহাকাশযান পরীক্ষা করল দক্ষিণ কোরিয়া

Your browser doesn’t support HTML5

৪ ডিসেম্বর, সোমবার নিরেট-জ্বালানিযুক্ত স্পেস রকেটের তৃতীয় উড়ানের উদ্বোধন করল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই রকেট পৃথিবী পর্যবেক্ষণকারী একটি ছোট উপগ্রহ কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে।

উত্তর কোরিয়ার জবাবে দক্ষিণ কোরিয়ার নিজস্ব নজরদারি ব্যবস্থা নির্মাণ উদ্যোগের অংশ ছিল সোমবারের এই উদ্বোধন। (এপি)