যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান সোমবার বলেছেন, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা সপ্তাহান্তে লোহিত সাগরে যে তিনটি জাহাজে হামলা চালিয়েছে তা যে পুরোপুরিভাবে ইরানের সহযোগিতায় হয়েছে তা "বিশ্বাস করার সব কারণ" যুক্তরাষ্ট্রের রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের ঐ 'অভিযোগ' প্রত্যাখ্যান করেছেন।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সোমবার বলেছেন, ইরাকে ড্রোন হামলা চালানোর প্রস্তুতিকালে যুক্তরাষ্ট্র বাহিনী ইরান সমর্থিত পাঁচ জঙ্গিকে হত্যা করেছে। অক্টোবর মাসের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র বাহিনীর উপর ৭৬ বার হামলা হয়েছে।
বলিভিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ম্যানুয়েল রোচার বিরুদ্ধে কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তিনি প্রায় ১৯৮১ সাল থেকে কিউবার পক্ষে গুপ্তচরবৃত্তি করছেন বলে অভিযোগ। কলম্বিয়ার বংশোদ্ভূত ৭৩ বছর বয়সী রোচাকে শুক্রবার ফ্লোরিডার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়।