এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নির্বাচন প্রচারাভিযানের দাতাদের বলেছেন, ডনাল্ড ট্রাম্প নির্বাচন না করলে তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। তবে তিনি সতর্ক করেছেন যে “২০২৪ সালে গণতন্ত্র আরও বেশি ঝুঁকির মুখে”। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ও তার মিত্ররা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে “ধ্বংস” করতে চাইছে।

যুক্তরাষ্ট্র এবং সুইডেন মঙ্গলবার একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যখন স্টকহোম নেটোতে অন্তর্ভুক্তির জন্য তুরস্ক এবং হাঙ্গেরির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেটোতে অন্তর্ভুক্তি সম্পন্ন হলে সুইডেন এই জোটকে আরও শক্তিশালী করবে।

যুক্তরাষ্ট্র গাজায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য আরও ২১ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রধান সামান্থা পাওয়ার মঙ্গলবার মিশরের এল-আরিশ শহর সফরকালে এই সহায়তার কথা ঘোষণা করেন।