এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরাইল তাদের যে উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিল এবং কার্যত সেখানে যা ঘটছে তার মধ্যে ব্যবধান রয়ে গেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন এ কথা বলেন। তবে ইসরাইল বলেছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় তারা সম্ভাব্য সবকিছু করছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে শুক্রবার সকালে একাধিক রকেট হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কেউ হতাহত হয়নি। ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র সেনাদের লক্ষ্য করে যে কয়েকটি হামলা হয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়ারা তার দায় স্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১দশমিক ৪ মিলিয়ন ডলার কর দিতে ব্যর্থ হওয়ার কারণে তিনি নতুন (আরেকটি) মামলার মুখোমুখি হয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার ১৭ বছরের জেল হতে পারে।