বাংলাদেশ নির্বাচন: শেখ হাসিনা ভোট দিলেন

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮ টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবার পর, উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, '' নির্বাচনটা আমরা যে সুষ্ঠুভাবে করতে পারছি, এজন্য আমি আমার দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।''

তিনি আরও বলেন, ''অনেক বাঁধা ছিল, বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার সেই পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি।''

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোটে দিয়েছেন। ভোট কেন্দ্রে তাঁর সাথে ছিলেন কন্যা সায়েমা ওয়াজেদ, বোন শেখ রেহানা আর বোনের পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

আওয়ামী লীগ সভাপতি জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি ধানমন্ডি এলাকার ঢাকা-১০ আসনের ভোটার।

এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।