ভয়েস অফ আমেরিকা থেকে নির্বাচনী সংবাদ পড়ছি আলফি খান
বাংলাদেশে সময় এখন দুপুর ১টা
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর বলেছেন, সকালের দিকে অল্প অল্প ভোট পড়েছে, কিন্তু তিনি আশা করছেন পরের দিকে আরও বেশি ভোটার আসবে।
চট্টগ্রামে পুলিশ বলছে, চান্দগাঁও এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের ভোট দানে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। চান্দগাঁও-র মৌলভী পুকুর এলাকায় সকাল ৯টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রে ভোটার আসতে বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া করে।
সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবার ঘণ্টাখানেক পর বিএনপির রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন, গত রাতেই ব্যালট বাক্স ভরা হয়েছে। নির্বাচন বর্জনের সমর্থনে ঢাকায় এক পথসভায় রিজভি দাবী করেন যে, ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলছেন ভোটাররা তাঁর ভাষায়, অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। তিনি বলেন, ভোটাররা ভোট বর্জনকারীদেরই বর্জন করেচ্ছে।
এই ছিল এখনকার মতো সংবাদ, আমাদের পরবর্তী বুলেটিন শুনতে পাবেন বিকেল ৪টায়।