ছবিতে মার্টিন লুথার কিং-এর জীবন

আলাবামার মন্টগোমারির এক আদালত থেকে বেরনোর পর রেভারেন্ড মার্টিন লুথার কিং জুনিয়রকে চুম্বন দিয়ে অভ্যর্থনা জানান তাঁর স্ত্রী করেটা। ২২ মার্চ, ১৯৫৬ (ফাইল চিত্র)।

হেভিওয়েট বিজয়ী মুহম্মদ আলি (মাঝখানের বামে) ও ড. মার্টিন লুথার কিং সংবাদদাতাদের সঙ্গে কথা বলছেন। ২৯ মার্চ, ১৯৬৭ (ফাইল চিত্র)।

১৯৬৩ সালের ২৮ আগস্টে ওয়াশিংটন ডিসিতে “আমার একটি স্বপ্ন রয়েছে” শীর্ষক বিখ্যাত ভাষণ দিচ্ছেন মার্টিন লুথার কিং জুনিয়র।

প্রেসিডেন্ট জন এফ. কেনেডি হোয়াইট হাউসে মার্টিন লুথার কিং জুনিয়র-সহ ‘মার্চ অন ওয়াশিংটনে’র নেতাদের সঙ্গে দাঁড়িয়ে। ২৮ আগস্ট, ১৯৬৩ (ফাইল চিত্র)।

একদল বিক্ষোভকারীর নেতৃত্ব দিচ্ছেন রেভারেন্ড রালফ অ্যাবার‍্যান্থি (বামে) ও রেভারেন্ড মার্টিন লুথার কিং জুনিয়র। আলাবামার বার্মিংহ্যামে সিটি হলের দিকে মিছিলের উদ্যোগের নেন তাঁরা। ১২ এপ্রিল, ১৯৬৩ (ফাইল চিত্র)।

নাগরিক অধিকার আইন, ১৯৬৪ বিষয়ক সেনেট বিতর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে কিং-এর সংবাদ সম্মেলনের পর ম্যালকম এক্স ও মার্টিন লুথার কিং।