আলাপচারিতায় তরুণ কূটনীতিক ব্রেন ফ্লানিগান

Your browser doesn’t support HTML5

ব্রেন ফ্লানিগান একজন তরুন আমেরিকান কূটনীতিবিদ, বর্তমানে কাজ করছেন ঢাকার আমেরিকান দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার হিসেবে। ছোটবেলা থেকেই বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার প্রবল আগ্রহ ছিলো ব্রেনের। সেই অকৃত্রিম আগ্রহ থেকেই তাঁর কূটনৈতিক ক্যারিয়ারের বিভিন্ন ধাপে থেকেছেন আফ্রিকার বিভিন্ন দেশে, শিখেছেন তাদের ভাষা, ইতিহাস ও জীবনযাপন পদ্ধতি। বাংলাদেশে আসা উপলক্ষ্যে আমেরিকাতেই বাংলা ভাষা শিখেছেন। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য নিয়েও পড়াশোনা করেছেন। ঢাকার আমেরিকান সেন্টারে ভিওএ বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ব্রেন আমেরিকা ও বাংলাদেশের সামঞ্জস্য নিয়ে কথা বলেছেন মাইশা ইসলামের সাথে। রিপোর্টটি তৈরী করেছেন মারজানা সাফাত।