লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেসামরিক নাগরিকদের অন্ত্যেষ্টিক্রিয়া

Your browser doesn’t support HTML5

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে ১৪ ফেব্রুয়ারি ইসরাইলি হামলায় নিহত হয় একই পরিবারের সাতজন বেসামরিক নাগরিক। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকার্তরা জড়ো হন।

রকেট হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে স্বীকার না করা হলেও, দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় এবং অক্টোবর থেকে চলা আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে এক দিনে সর্বোচ্চ বেসামরিক মৃত্যুর ফলে, ইসরাইলি বাহিনী এবং জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী প্রায় প্রতিদিন সীমান্তে গুলি বিনিময় করে আসছে।