যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া

Your browser doesn’t support HTML5

২০ মার্চ বুধবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা যৌথ মহড়া চালিয়েছে। তারা নদী পেরিয়ে ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে যাওয়ার জন্য পন্টুন সেতু স্থাপনের অনুশীলন করেছে।

প্রধান যুদ্ধ ট্যাংকগুলি, সাঁজোয়া কর্মী বাহক এবং অন্যান্য সামরিক যানবাহনকে সোওলের উত্তরে ইয়েনচিয়নে ইমজিন নদীর ওপর স্থাপিত সেতু অতিক্রম করতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে,মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ইউনিটের প্রায় ৪৭০ জন সেনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৬৫টি প্রকৌশল সম্পর্কিত সরঞ্জাম ও হেলিকপ্টার অংশ নিয়েছিল।

উত্তর কোরিয়া, যারা একাধিক রকেট উৎক্ষেপক পরীক্ষা চালিয়েছে তারা সোমবার এই যৌথ মহড়াকে আগ্রাসনের উস্কানিমূলক মহড়া এবং ওয়াশিংটন ও তার মিত্রদের শত্রুতামূলক অভিপ্রায়ের প্রমাণ বলে নিন্দা জানিয়েছে। (রয়টার্স)