ফিলিস্তিনি খ্রিস্টানরা চলমান যুদ্ধের মধ্যে গাজায় পাম সানডে মাস পালন করলেন

Your browser doesn’t support HTML5

ব্যাকগ্রাউন্ডে ড্রোনের শব্দের মধ্যেই, গাজার জেইতুনে অবস্থিত হোলি ফ্যামিলি চার্চে পাম সানডে প্রার্থনার সময় ফিলিস্তিনি খ্রিস্টানদের হাতে ছিল খেজুর গাছের ডাল।

পাম সানডে জেরুসালেমে যিশু খ্রিস্টের প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক এক সপ্তাহ আগে যখন তিনি জেরুজালেমে ফিরে এসেছিলেন, মানুষ তাঁকে খেজুর পাতা নেড়ে অভিবাদন জানিয়েছিল।

গাজা উপত্যকায় প্রবল সংঘর্ষ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি এবং একাধিক যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও ইসরাইল এই অঞ্চলের সুদূর দক্ষিণে স্থল অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন গাজার জনগণ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকার পাশাপাশি অনাহারে ভুগছে। তিনি দ্রুত যুদ্ধবিরতি এবং ৭ অক্টোবর থেকে আটক সকল জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন।