বাল্টিমোরে দুর্ঘটনা-কবলিত জাহাজে তদন্তকারী দল

Your browser doesn’t support HTML5

যে পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে বাল্টিমোরে এক সেতুতে ধাক্কা খায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড প্রকাশিত ফুটেজে বৃহস্পতিবার, ২৮ মার্চ সেটি দেখা গেছে।

মঙ্গলবার সকালে ফ্রান্সিস স্কট কি সেতুতে আটকে পড়া জাহাজ থেকে প্রমাণ সংগ্রহ করছেন এনটিএসবি তদন্তকারীরা।

ছয়জন কর্মীর মধ্যে দুইজনের দেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। সেতু ভেঙে পড়ার সময় এই কর্মীরা জলে ঝাঁপ দিয়েছিলেন।

অন্যান্যরাও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, অনুসন্ধানের প্রচেষ্টা শেষ হয়ে গেছে।

এক প্রধান পরিবহন সংযোগ আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বাল্টিমোর অঞ্চলে প্রবল সমস্যা দেখে দিয়েছে। শহরটির চারধারে জালের মতো বিস্তৃত সড়কের অংশ এই সংযোগসূত্রটি।

এই বিপর্যয়ে বন্দরটিও বন্ধ হয়ে গেছে যেটি এই শহরের জলপরিবহন শিল্পের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। (এপি)